প্রকাশকাল: ০১ ফেব্রুয়ারি ২০১১
পুলিশ বিভাগের পেশাদারিত্ব বৃদ্ধি ও জনমুখীকরণে কিছু সুপারিশ
আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা, আইন লঙ্ঘনকারীকে বিচারের আওতায় আনা, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষা করা পুলিশ বাহিনীর প্রধান কাজ। বাংলাদেশে যে সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা রয়েছে তাদের মধ্যে বাংলাদেশ পুলিশ বাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সময়ের পরিক্রমায় পুলিশ বিভাগে যুগোপযোগী সংস্কার না হওয়ায় একদিকে যেমন পেশাগত প্রণোদনা ও উৎকর্ষতা নিশ্চিত করা ক্রমাগত কঠিন হচ্ছে, তেমনিভাবে পুলিশ সেবার প্রত্যাশিত মানে ঘাটতিসহ এ বিভাগের প্রতি জনগণের প্রত্যাশার সাথে প্রাপ্তির ঘাটতি হচ্ছে।
ইতোমধ্যে পুলিশ বিভাগে মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তা সর্বস্তরে স্বীকৃতি পেয়েছে। ২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতিতে দেশে সুশাসন প্রতিষ্ঠায় পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে রাজনীতির প্রভাবমুক্ত, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা এবং তাদের বেতনভাতা, আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করা হয়।
পুরো পলিসির জন্য: ক্লিক করুন এখানে।