ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় করণীয়

প্রকাশকাল: ৩০ মার্চ ২০২৪

সুশাসন প্রতিষ্ঠার সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সরকারি ও বেসরকারি জনগুরুত্বপূর্ণ খাত, প্রতিষ্ঠান এবং বিষয় নিয়ে গবেষণাসহ বিভিন্ন ধরনের অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করে থাকে। এই কার্যক্রমের অংশ হিসেবে টিআইবি ২০২০ সালে ব্যাংকিং খাতের তদারকি ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণ কর্মকান্ডে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকায় সুশাসনের চ্যালেঞ্জ ও এর কারণসমূহ চিহ্নিত করার উদ্দেশ্যে একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করে। পরবর্তীতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠাসহ, অর্থ পাচার রোধ, আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ে খাতসংশিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব গঠিত সরকারের নির্বাচনী ইশতেহারের খেলাপি ঋন আদায়ে কঠোর আইন প্রয়োগ, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ঋণ ও কর খেলাপি এবং অবৈধভাবে সম্পদ অর্জনকারীদের বিচারের আওতায় নিয়ে আসা, সম্পদ বাজেয়াপ্ত করা ইত্যাদি অঙ্গীকারের প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতি হ্রাস এবং খেলাপি ঋণ কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের রোড ম্যাপ ঘোষণাসহ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পরিচালক নিয়োগ নীতিমালা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। তবে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং সুস্থ ও নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করতে ব্যাংক খাতসংশিষ্ট আরও কিছু আইন, নীতি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোগত সংস্কার ও তার কার্যকর প্রয়োগ প্রয়োজন। এ লক্ষ্যে টিআইবির গবেষণায় প্রাপ্ত ফলাফল এবং সমসাময়িক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং সুস্থ ও নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিতের সহায়ক হিসেবে এই পলিসি ব্রিফটি উপস্থাপন এবং সুপারিশসমূহ প্রস্তাব করা হলো।

পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন