ব্যক্তিমালিকানাধীন বাস পরিবহন ব্যবসায় শুদ্ধাচার বাস্তবতা ও করণীয়

প্রকাশকাল: ২৪ এপ্রিল ২০২৪

বাংলাদেশের যাত্রী পরিবহন খাতে ব্যক্তিমালিকানাধীন বাস পরিবহন ব্যবসা মুখ্য ভূমিকা পালন করে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক যোগাযোগ এবং আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। ব্যক্তিমালিকানাধীন বাস পরিবহন ব্যবসায় শুদ্ধাচারসহ সার্বিক সুশাসন শুধু টেকসই মুনাফার জন্য নয়, বরং ন্যায়সঙ্গত প্রতিযোগিতা, নিরাপদ, সুলভ ও যাত্রীবান্ধব সেবা প্রদান এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির অনুকূল পরিবেশ গড়ে তোলার জন্য অপরিহার্য।

গবেষণায় দেখা যায়, বাংলাদেশের সড়ক পরিবহন খাত কতিপয় কোম্পানি কর্তৃক নিয়ন্ত্রিত, যার ফলে দেশের ব্যক্তিমালিকানাধীন বাস পরিবহন ব্যবসায় অসম প্রতিযোগিতা বিদ্যমান। মালিক সংগঠনের অধিকাংশ নেতা ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে তাদের সম্পৃক্ততাকে পুঁজি করে এ খাতে একচেটিয়া ক্ষমতা চর্চার পাশাপাশি নীতি করায়ত্ব করার মাধ্যমে আইন প্রণয়ন ও প্রয়োগে প্রতিবন্ধকতা তৈরি করে। তা ছাড়া ব্যক্তিমালিকানাধীন বাস পরিবহন খাতে বাস কোম্পানি কর্তৃক সংশ্লিষ্ট আইন প্রতিপালন, সুষ্ঠু কর্মপরিবেশ তৈরি, কর্মী/শ্রমিকদের ন্যায্য মজুরিসহ অধিকার নিশ্চিত করা, সংশিষ্ট তহবিলের যথার্থ ব্যবস্থাপনা, যাত্রীদের মানসম্মত সেবাদান, তথ্যের উন্মুক্ততা ইত্যাদি নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘাটতি বিদ্যমান। একইভাবে শ্রমিক সংগঠনগুলোও বাস কর্মী/শ্রমিকদের অধিকার আদায়ে কাঙ্খিত ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে।

পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন