ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির উপকারভোগী নির্বাচনে সুশাসন : বাস্তবতা ও সুপারিশ

প্রকাশকাল: ২৯ জানুয়ারি ২০২৪

দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন বেগবান করা ও দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বহুমুখী গবেষণা, জনসম্পৃক্ততা ও অধিপরামর্শ কর্মসূচির অংশ হিসেবে টিআইবি সমাজের প্রান্তিক, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য গৃহীত সরকারি কার্যক্রম ও পরিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে মাঠ পর্যায়ে নিয়মিত পর্যবেক্ষণনির্ভর অধিপরামর্শমূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বের সাথে পরিচালনা করে আসছে।

এ পর্যালোচনা প্রতিবেদনের প্রধান উদ্দেশ্য ছিল ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী নির্বাচনের বিভিন্ন শর্তাবলি-সংক্রান্ত পরিপত্রের সীমাবদ্ধতা ও মাঠপর্যায়ে প্রায়োগিক চ্যালেঞ্জ বিশেষণ করা এবং টিআইবির অংশীজন কর্তৃক পরিচালিত উপকারভোগীর তালিকা যাচাই-বাছাই কার্যক্রমের ফলাফলের ভিত্তিতে সংশিষ্ট কর্তৃপক্ষের জন্য নীতিনির্ধারণী ও দিক-নির্দেশনামূলক সুপারিশ প্রস্তাব করা। উলেখ্য দুঃস্থ নারীদের উপকারভোগী হিসেবে নির্বাচনে অন্তর্ভুক্তি ও বর্জন সংশিষ্ট শর্তাবলি কতটুকু অনুসরণ করা হচ্ছে এ নিয়ে মাঠপর্যায়ে সুনির্দিষ্ট পরিবীক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে টিআইবি সর্বপ্রথম ২০১৫ সালে নির্বাচিত উপকারভোগীদের তালিকা যাচাই বাছাইয়ের উদ্যোগ গ্রহণ করে। যার উদ্দেশ্য উপকারভোগী নির্বাচনে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সংশিষ্ট অংশীজনকে সম্পৃক্ত করার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনে সহায়ক ভ‚মিকা পালন করা। টিআইবি’র অনুপ্রেরণায় পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহায়তায় ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) সদস্যগণ তিন চক্রে (২০১৯-২০২০, ২০২১-২০২২, ২০২২-২০২৩) সর্বমোট ৪৩টি জেলার ১০১টি উপজেলায় অন্তর্ভুক্ত ৯৪৮টি ইউনিয়নের তালিকা যাচাই বাছাইয়ের কাজ সম্পন্ন করে।

পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন