ডেঙ্গু সংকট প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমে সুশাসনের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়

প্রকাশকাল: ১৮ ডিসেম্বর ২০২৩

বিগত কয়েক বছর ধরে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ বাংলাদেশে অন্যতম স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা পূর্বের যেকোনো বছরের অভিজ্ঞতাকে ছাড়িয়ে গিয়েছে। বাংলাদেশের সংবিধানে জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য বলে গণ্য করার কথা বলা হয়েছে। এ ছাড়া টেকসই উন্নয়ন অভীষ্টেও সকল ধরনের গ্রীষ্মম-লীয় রোগের মহামারী নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জাতীয় ও স্থানীয় পর্যায়ে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন খাত ও প্রতিষ্ঠান নিয়ে নিয়মিত গবেষণা ও অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মধ্যে স্বাস্থ্য খাত অন্যতম। ইতিপূর্বে টিআইবি ২০১৯ সালে একটি গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ঢাকা শহরে এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে সুশাসনের চ্যালেঞ্জ চিহ্নিত করে এবং এই চ্যালেঞ্জ থেকে উত্তরণে ধারাবাহিকভাবে সংশিষ্ট অংশীজনদের সঙ্গে অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করে আসছে।১ যার ধারাবাহিকতায় এবছরের (২০২৩) ডেঙ্গু রোগের ব্যাপক প্রকোপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সংশিষ্ট কর্তৃপক্ষের করণীয় হিসাবে টিআইবি পুনরায় জুলাই ২০২৩-এ জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণাসহ কিছু সুপারিশমালা প্রস্তাব করে। প্রায় দুই দশক ধরে অব্যাহত থাকা ডেঙ্গু সংকট মোকাবিলায় টিআইবিসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও সংশিষ্ট বিশেষজ্ঞগণ নানাবিধ সুপারিশ প্রস্তাব করলেও এই সুপারিশ বাস্তবায়ন কতটুকু কার্যকর হচ্ছে এবং এক্ষেত্রে সুশাসনের চ্যালেঞ্জ বিশেষণের প্রয়োজনীয়তা থেকে ‘‘ডেঙ্গু সংকট প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম: সুশাসনের চ্যালেঞ্জ’’ শীর্ষক এই গবেষণাটি সম্পন্ন করা হয়েছে।

পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন