প্রকাশকাল: ৩০ অক্টোবর ২০২৩
সারা দেশে গ্যাস বিতরণ বা সরবরাহে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে সেগুলো হচ্ছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে খানা পর্যায়ে সংযোগ ও পুনঃসংযোগ, সংযোগ মেরামত/রক্ষণাবেক্ষণ, বিভিন্ন ফি ও বিল প্রদান এবং এ সংক্রান্ত অন্যান্য সেবা প্রদান করা হয়। “সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২১” - এ প্রতিষ্ঠানগুলো হতে সেবা গ্রহণের ক্ষেত্রে সেবাগ্রহীতাদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির শিকার হওয়ার চিত্র উঠে এসেছে।
জরিপে অন্তর্ভুক্ত খানাগুলোর মধ্যে যেসব খানার কোনো না কোনো সদস্য গ্যাস বিতরণ সংস্থা হতে সেবা গ্রহণ করেছে, তাদের ১৫ দশমিক ২ শতাংশ দুর্নীতির শিকার হয়েছে যেখানে শহরাঞ্চল (১৪.৫ শতাংশ) অপেক্ষা গ্রামাঞ্চলের (২৩.২ শতাংশ) সেবাগ্রহীতা খানাগুলোর দুর্নীতির শিকার হওয়ার হার তুলনামূলকভাবে বেশি। সংযোগসংক্রান্ত সেবা গ্রহণ করার ক্ষেত্রে ৬৬ দশমিক ৫ শতাংশ খানা দুর্নীতির শিকার হয়েছে। গ্যাস বিতরণ সংস্থা থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে সেবাগ্রহীতা খানাগুলো যে ধরনের দুর্নীতির শিকার হয়েছে, তার মধ্যে ঘুষ/নিয়মবহির্ভূত অর্থ আদায়, দায়িত্ব পালনে অবহেলা, অযথা বিলম্ব করা/ সময়ক্ষেপণ, সংশিষ্ট প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি যথাযথভাবে পরিপালন না করা/ সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা না থাকা এবং তথ্য প্রদানে অসহযোগিতা উলেখযোগ্য। সার্বিকভাবে খানা প্রতি এ খাতে বছরে ঘুষ আদায়ের পরিমাণ ১১ হাজার ৭১০ টাকা।
পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন