Good Governance in the Education Sector: Reality and Recommendations

প্রকাশকাল: ৩০ অক্টোবর ২০২৩

রাষ্ট্রের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে শিক্ষা। নাগরিকদের জন্য শিক্ষার ব্যবস্থা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। স্বাধীনতার পর থেকে রাষ্ট্রের নানামুখী উদ্যোগের ফলে আমাদের শিক্ষার ক্ষেত্রে ক্রমবর্ধমান অগ্রগতি সাধিত হয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি, ঝরে পড়ার হার হ্রাস, লিঙ্গ-ভিত্তিক সাম্য অর্জন, তথ্য-প্রযুক্তির সন্নিবেশ, নির্ধারিত সময়ে বই প্রাপ্তি, কোচিং বন্ধে নীতিমালা প্রণয়ন এবং অবকাঠামোগতভাবে বিভিন্ন অগ্রগতি লক্ষণীয়। তবে, শিক্ষা খাতে কোভিড-১৯ অতিমারি জনিত নেতিবাচক প্রভাব ছাড়াও- এখনও নানা সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ, অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনা বিদ্যমান।

“সেবাখাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ” ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর একটি অন্যতম প্রধান গবেষণা কার্যক্রম। ১৯৯৭ সাল থেকে টিআইবি এই জরিপ ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে। এই জরিপের মূল উদ্দেশ্য বাংলাদেশের খানাগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবাখাতে দুর্নীতির প্রকৃতি ও মাত্রা নিরূপণ করা এবং জরিপের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দিক-নির্দেশনামূলক সুপারিশ প্রদান করা।

পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন