প্রকাশকাল: ০৭ জুলাই ২০২৩
চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা এবং আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পূর্বের যেকোনো বছরের পরিসংখ্যানকে ছাড়িয়ে গিয়েছে বলে গণমাধ্যমে উলেখ করা হয়েছে। অতি সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালিত প্রাক-বর্ষা জরিপে ঢাকার দুই সিটি কর্পোরেশনের বেশিরভাগ এলাকাতেই এডিস মশার লার্ভার ঘনত্ব এবং এডিস মশার উপস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে এবং পরিস্থিতি ভয়ানক রূপ নেয়ার পূর্ভাবাস দেওয়া হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে দায়িত্বশীল সংস্থাসমূহের যথাযথ পরিকল্পনা, পূর্বপ্রস্তুতি ও কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৯ সালে ব্যাপকভাবে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি এবং প্রাণহানির প্রেক্ষিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বাংলাদেশে বিশেষকরে ঢাকায় ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম কতটুকু কার্যকর হচ্ছে এবং কার্যকর না হলে কেন হচ্ছে না, এক্ষেত্রে সুশাসনের ঘাটতিগুলো কী কী, ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় কী, তা নিয়ে “ঢাকা শহরে এডিস মশা নিয়ন্ত্রণে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করে, যা ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে এই গবেষণায় প্রস্তাবিত সুপারিশ বিবেচনার উদ্দেশ্যে প্রতিবেদন ও পলিসি ব্রিফ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনসহ সংশিষ্ট সকল অংশীজনের কাছে পাঠানো হয়।
উপরোক্ত গবেষণার ওপর ভিত্তি করে এই পলিসি ব্রিফ তৈরি করা হয়েছে।
পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন