Good Governance in Passport Services: Reality and Recommendations

প্রকাশকাল: ০১ জুন ২০২৩

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে শিক্ষা, কর্মসংস্থান, হজ পালন, চিকিৎসা ও ভ্রমণসহ বিভিন্ন কারণে মানুষের বহির্গমনের হার বৃদ্ধির ফলে দেশে পাসপোর্টের চাহিদা উলেখযোগ্য হারে বেড়েছে। ফলে পাসপোর্ট তৈরির সামগ্রিক প্রক্রিয়া সহজতর হওয়া এবং স্বল্প সময়ের মধ্যে নির্দিষ্ট ফির বিনিময়ে সহজ উপায়ে পাসপোর্ট পাওয়ার প্রত্যাশাও বেড়েছে। পাসপোর্ট সেবার মানোন্নয়নে সরকারের অনেক ইতিবাচক পদক্ষেপ যেমন ই-পাসপোর্ট, ওয়ান স্টপ সার্ভিস, সরকারি বেসরকারি ব্যাংকের মাধ্যমে ফি জমা দেওয়া চালু হলেও “সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২১”-এ পাসপোর্ট খাতের বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে।

উপরোক্ত গবেষণার ওপর ভিত্তি করে এই পলিসি ব্রিফ তৈরি করা হয়েছে।

পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন