Policy Brief on Good Governance in Judicial Services
31 October 2020
বিচার ব্যবস্থার গুরুত্ব বিবেচনায় দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন আদালত ও বিচারিক সেবা খাত নিয়ে গবেষণা এবং তার আলোকে অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করে আসছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বিচার ব্যবস্থার অন্তর্ভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, প্রক্রিয়া ও সেবা নিয়ে এ পর্যন্ত টিআইবি’র বেশ কিছু গবেষণায় বিচার বিচার ব্যবস্থায় সুশাসনের বিভিন্ন সমস্যা চিহ্নিত হয়েছে। ১৯৯৭ সাল থেকে শুরু করে সর্বশেষ ২০১৭ সালে ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ’ শীর্ষক প্রকাশিত আটটি জরিপে নিয়মিতভাবে বিচারিক সেবা নিতে গিয়ে বাংলাদেশে বসবাসরত খানাগুলো কী ধরনের দুর্নীতির অভিজ্ঞতার মুখোমুখি হয় তা উঠে আসে। এছাড়া ২০১৭ সালে টিআইবি কর্তৃক পরিচালিত ‘বাংলাদেশের অধস্তন আদালত ব্যবস্থা: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক অপর একটি গবেষণায় দেশের অধস্তন আদালত ব্যবস্থায় বিরাজমান সুশাসনের চ্যালেঞ্জসমূহ চিহ্নিত হয়েছে। উল্লেখ্য, এসব গবেষণা প্রতিবেদন প্রকাশের পর টিআইবির অধিপরামর্শ কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদনসমূহের অনুলিপি ও পরবর্তীতে পৃথক পৃথক পলিসি ব্রিফ প্রেরণ করা হয়।
বাংলাদেশের বিচার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচারসহ সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে সহায়ক হিসেবে টিআইবি’র বিভিন্ন গবেষণার ওপর ভিত্তি করে সমন্বিত এই পলিসি ব্রিফটি উপস্থাপন করা হলো।