২৮ আগস্ট ২০০৮
শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। সকল শিশুর জন্য এটি অবৈতনিক ও বাধ্যতামূলক। শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রতি বছরের জাতীয় বাজেটের প্রায় ১৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় যার প্রায় ৬০ শতাংশ পেয়ে থাকে প্রাথমিক শিক্ষা খাত। সরকার ১৯৮৫ সাল থেকে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ‘বিনামূল্যে পাঠ্যবই বিতরণ’ করে আসছে এবং ২০০৩ সাল থেকে সারা দেশে ‘উপবৃত্তি কর্মসূচি’ বাস্তবায়ন করছে। তাছাড়াও বিভিন্ন সময়ে এলাকাভিত্তিক বিশেষ বিশেষ কিছু কর্মসূচি যেমন ‘শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি’ ‘স্কুল টিফিন কর্মসূচি’ ‘বিদ্যালয় আকর্ষণীয়করণ কর্মসূচি’ প্রভৃতির মাধ্যমে প্রাথমিক শিক্ষা জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস চালানো হয়েছে।