20 December 2011

নির্বাচন কমিশনে নিয়োগ প্রক্রিয়া: প্রেক্ষাপট ও প্রস্তাবনা
গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ ও সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় সংসদ, প্রশাসন, বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা, অডিটর জেনারেলের কার্যালয় ও গণমাধ্যমের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পাশাপাশি নির্বাচন কমিশন নিজস্ব কর্ম পরিধিতে যথাযথ ভূমিকা পালনের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখে। নির্বাচন কমিশনের কার্যকারিতা একদিকে যেমন আইনি কাঠামো, তার যথাযথ প্রয়োগ এবং তা নিশ্চিতকরণে রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভরশীল, অন্যদিকে আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর পাশাপাশি নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা ও সুশাসন প্রতিষ্ঠায় বাস্তব অবদানের সম্ভাবনা নির্ভর করে কমিশনের কর্ণধারদের পেশাগত যোগ্যতা, উৎকর্ষ, নিরপেক্ষতা এবং দলীয় রাজনৈতিক ও সরকারি প্রভাব এবং কারো প্রতি ভয় বা করুণার ঊর্র্ধ্বে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের সামর্থের ওপর। 
পুরো পলিসির জন্য এখানে ক্লিক করুন