প্রকাশকাল: ২৩ ডিসেম্বর ২০১০
দুর্নীতি ও এর নেতিবাচক প্রভাব বাংলাদেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনের পথে অন্যতম অন্তরায় হিসেবে স্বীকৃত। গণমাধ্যমসহ সাধারণ জনগণের দৈনন্দিন আলোচনা ও উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুর্নীতি। রাষ্ট্রীয় নীতিমালা বিশেষ করে দারিদ্র্য দূরীকরণ কৌশল পত্রে (পিআরএসপি) দুর্নীতিকে কার্যকরভাবে প্রতিরোধ করার উদ্দেশ্যে সুশাসন প্রতিষ্ঠা, আইনের প্রয়োগ ও শাসনব্যবস্থাকে দরিদ্রদের জন্য উপযোগী করে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। ২০০৮ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলো বিশেষ করে ক্ষমতাসীন সরকারি দল ও প্রধান বিরোধী দলের নির্বাচনী ইশতেহারের মূল বিষয় ছিল দুর্নীতিকে কার্যকরভাবে প্রতিরোধ করার দৃঢ় অঙ্গীকার।
রাষ্ট্র ও সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিকারক দুর্নীতি হচ্ছে এমন সব বড় অংকের অবৈধ লেনদেন বা ক্ষমতার অপব্যবহার যেখানে নীতি-নির্ধারণী পর্যায়ে রাজনীতি, প্রশাসন ও বেসরকারি খাতের প্রভাবশালীদের যোগসাজশ ঘটে থাকে। এর পাশাপাশি বিশেষ করে সেবামূলক খাতে সেবাগ্রহীতাকে তার ন্যায্য সেবা দিতে সেবা প্রদানকারী কর্তৃক নিয়মবহির্ভূত অর্থ আদায়সহ যে বিভিন্ন প্রকার অনিয়ম করা হয় তার প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রত্যক্ষভাবে ব্যাহত করে। সেবা খাতে দুর্নীতি বিষয়ক জাতীয় খানা জরিপে এই ধরণের দুর্নীতির প্রকৃতিসমূহ চিহ্নিত করা হয়েছে।