Cyclone Roanu: Challenges of Good Governance in Disaster Management and Way Forward

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০১৭

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিগত দু’দশক ধরে কাজ করছে । জাতীয় ও স্থানীয় পর্যায়ে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন খাত ও প্রতিষ্ঠান নিয়ে গবেষণা ও অ্যাডভোকেসি এ কার্যক্রমের অন্যতম ক্ষেত্র। ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে গৃহীত বিভিন্ন কার্যক্রমে অর্থ-সম্পদ ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা, সক্ষমতা ও সমন্বয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালনের লক্ষ্যে গবেষণা, নাগরিক সম্পৃক্ততা ও অ্যাডভোকেসি টিআইবি’র কার্যক্রমে প্রাধান্যের ক্ষেত্রসমূহের অন্যতম।

দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অর্জন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে। এই অর্জনকে এগিয়ে নিয়ে উচ্চতর পর্যায়ে বহুমুখী উৎকর্ষ নিশ্চিত করা ও সুশাসনের মৌলিক উপাদানসমূহকে বাংলাদেশের দুর্যোগ মোকাবেলার মূলধারায় টেকসই করার উদ্দেশ্যে সরকারসহ সকল অংশীজনের সাথে সহায়ক ভূমিকা পালনের লক্ষ্যে টিআইবি বড় ধরনের দুর্যোগ পরবর্তী ত্রাণ কর্মকান্ডে সুশাসনের চ্যালেঞ্জ বিষয়ক গবেষণা ও অ্যাডভোকেসি কার্যক্রম গ্রহণ করে থাকে। ২০১৬ সালের ২১ মে উপকূলীয় ১৫টি জেলায় ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হানে। এই ঝড় এবং জলোচ্ছ্বাসে ২৭ জন মারা যায় এবং বিভিন্ন ধরনের সম্পদের ব্যাপক ক্ষতি হয়। ইতিপূর্বে ঘূর্ণিঝড় সিডর (২০০৭) ও আইলা (২০০৯) মোকাবলায় গৃহীত বিভিন্ন কার্যক্রমের ওপর টিআইবি পরিচালিত গবেষণায় (২০০৭ এবং ২০১০) সুশাসনগত বিভিন্ন চ্যালেঞ্জ পরিলক্ষিত হয়। এরই ধারাবাহিকতায় টিআইবি ‘‘ঘূর্ণিঝড় রোয়ানু: দুর্যোগ মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক এই গবেষণা পরিচালনা করেছে। 

বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন-


Climate Finance Governance Reports